Calofornia turret
আচ্ছা এখন যদি বলা হয় মাকড়শা জাল না বোনে দুর্গ তৈরি করে? কয়জনে সেটা বিশ্বাস করবে?😀😀
জি এমন মাকড়শাও আছে।চলুন আমরা পরিচিত হই Calofornia turret মাকড়শার সাথে।এই মাকড়শা অন্যদের মতো জাল বোনে না।এরা জঙ্গলের মাটিতে দুর্গ মতো তৈরি করে যার ভিতরের দিকে সিল্ক জাতীয় পদার্থ থাকে।বাইরের দিকে থাকে কাদামাটির প্রলেপ।মাটির থেকে ৬ ইঞ্চি গভীর পর্যন্ত এদের দুর্গ হতে পারে।এই মাকড়শা সারাদিন তাদের দুর্গের ভিতরেই থাকে।এরা মূলত নিশাচর।সন্ধ্যার দিকে যখন সকল প্রাণীরা বাড়ী ফেরার জন্য তৈরি হয় তখন এরা দুর্গের উপরের দিকে ঘাপটি মেরে থাকে।এদের শিকার ধরার পদ্ধতিও বেশ মজার।অতর্কিতে হামলা চালায়।
যখন কোন পোকা বা মথ টাইপের কিছু তাদের দুর্গের আশেপাশে হেঁটে যায় তখন তার হাঁটার কম্পন থেকে বুঝতে পারে আশেপাশে কোন খাবার আছে।তখন দুর্গ থেকে বের তার ভবলীলা সাঙ্গ করে দেয়।
এরা Mygalomorphae ধরনের মাকড়শা।এদের খালাত বা ফুফাতো ভাই হল টেরেন্টটুলা মাকড়শা।এরা এইভাবে শিকার শুরু করে মাকড়শা জাল বুনা শিখার আগে থেকেই!এদের আদিম প্রজাতি বলা যায়।
স্ত্রী টারেট মাকড়শা তাদের দুর্গে একটানা ১৬ বছর পর্যন্ত থাকতে পারে।এরা শুধু অপেক্ষায় থাকে তাদের পরবর্তী শিকারের জন্যে।
বাকিটা ছবি দেখেই বুঝে নিন!
ছবিগুলো ডীপ লুক থেকে নেয়া
0 Comments