ওয়েবসাইট কেমনে বানায়??
HTML নামটা শুনলেই আমাদের ওয়েবসাইটের কথা মনে পরে যায়।ওয়েবসাইট ডেভেলপমেন্টে HTML এর জুরি মেলা ভার।বলতে গেলে HTML একাই ওয়েব দুনিয়া শাসন করে আসছে।আর যাই হোক,কোন ওয়েবসাইটের মূল গঠন তৈরিতে HTML আর কোন বিকল্প নেই।আবার ওয়েবসাইটের সুন্দর ডিজাইন এর জন্য CSS এর বিকল্প নেই।যদিও HTML দ্বারাও ডিজাইন করা যায় তবুও দুধের স্বাদ কি ঘোলে মিটে।😛
আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য দরকারি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু লিখার চেষ্টা করব।সেইসব বিষয় নিয়েই মূলত আমার এই সিরিজটা শুরু।
তবে আমি প্রথমে কেবল এইচটিএমএল এ বেশি গুরুত্ব দিব।বিগত কয়েক বছর ধরে এইচএসসি সিলেবাসে HTML যুক্ত করা হয়েছে।আমি প্রথমে তাই শুধু HTML নিয়ে লিখার চেষ্টা করব,যাতে এইচএসসি এর শিক্ষার্থীরা এইচটিএমএল সহজেই বোঝতে পারে।
পরবর্তীতে,আমি মূল বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করব।তাহলে শুরু করা যাক।😀
0 Comments